Friday, July 26, 2024
spot_img
Homeআন্তর্জাতিকসিরিয়ার ভাবমূর্তি নষ্ট করতে যুক্তরাষ্ট্র মিথ্যা তথ্য প্রচার করছে

সিরিয়ার ভাবমূর্তি নষ্ট করতে যুক্তরাষ্ট্র মিথ্যা তথ্য প্রচার করছে

যুক্তরাষ্ট্র মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করা ও মানবাধিকার রক্ষার কথা বলে বেড়ায়, অথচ নিজে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। দেশটি সিরিয়ার ভাবমূর্তি নষ্ট করতে একই কৌশলের আশ্রয় নিচ্ছে।

গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ করে।

মন্ত্রণালয় বলেছে, মার্কিন প্রশাসন কিছু প্রকল্প বাস্তবায়ন করছে এবং কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমকে লক্ষ লক্ষ মার্কিন ডলার দিচ্ছে। এসবের লক্ষ্য সিরিয়ার জাতীয় ভাবমূর্তি নষ্ট করা, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অপরাধ ঢেকে দেয়া, সন্ত্রাসীদের রক্ষা করা, এবং সিরিয়ার সম্পদ চুরির ধারা অব্যাহত রাখা।

মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ও বিশ্ব জনমত বিভ্রান্ত করার আচরণ সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এ আচরণ সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে সুস্পষ্ট হস্তক্ষেপও বটে। সূত্র: সিআরআই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments