Thursday, November 30, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিসিম স্লট থাকবে না আইফোন ১৫ সিরিজে

সিম স্লট থাকবে না আইফোন ১৫ সিরিজে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চলতি বছরের সেপ্টেম্বরে তাদের আইফোন ১৩ সিরিজ উন্মোচন করে। আইফোন ১৪ উন্মোচন হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে আইফোন ১৫ সম্পর্কে নানা গুজব শোনা যাচ্ছে। ইন্টারনেটে সর্বশেষ পাওয়া গুজব মতে, ২০২৩ সালে আইফোন ১৫ সিরিজ থেকে ফিজিক্যাল সিম স্লট বাদ দেওয়া শুরু হবে। ব্রাজিলিয়ান পাবলিকেশন ব্লগ ডু আইফোনের বরাত দিয়ে জিএসএম এরিনা জানিয়েছে, ২০২৩ সালে আইফোন যে প্রো মডেল (সম্ভবত আইফোন ১৫ প্রো) উন্মোচন হবে সেটিতে কোনো ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকবে না। ফোনটি সংযোগের জন্য পুরোপুরি ই-সিম প্রযুক্তির ওপর নির্ভর করবে। সূত্রটি আরও জানিয়েছে, ওই ফোনটি ডুয়াল ই-সিম সমর্থন করবে। ফলে ব্যবহারকারী একইসঙ্গে দুইটি লাইন ব্যবহার করতে পারবেন। তবে নন-প্রো মডেলে পুরোপুরি ই-প্রযুক্তি থাকবে কিনা অথবা ফিজিক্যাল সিম স্লট থাকবে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। ধারাবাহিকভাবে পোর্টবিহীন আইফোন তৈরি করতে প্রযুক্তি জায়ান্টটি সিম কার্ড স্লট বাদ দিতে চাইছে। তবে যেসব দেশে ই-সিম সুবিধা নেই সেসব দেশের জন্য ফিজিক্যাল সিম স্লট সংস্করণের আইফোন তৈরি হতে পারে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments