মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন অভিনয়ে প্রতিষ্ঠিত সালহা খানম নাদিয়া। ধারাবাহিক নাটকেই বেশি দেখা যায় তাকে। সম্প্রতি সিনেমাতেও অভিনয় শুরু করেছেন। পাশাপাশি রয়েছে ঈদের কাজের ব্যস্ততা। এসব বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** গত এক মাস ধরে ঈদের নাটকের শুটিং করছি। সব মিলিয়ে এবারের ঈদে আমার অভিনীত অর্ধডজন নাটক প্রচার হবে। তবে আগে শুটিং সম্পন্ন করা কয়েকটি নাটকও প্রচার হওয়ার কথা রয়েছে।
* আপনি তো ধারাবাহিক নাটকেই বেশি অভিনয় করেন…
** তা ঠিক। সারা বছরই ধারাবাহিক নাটকের শুটিং নিয়েই ব্যস্ত থাকি। যদিও অনেকেই এখন ধারাবাহিক নাটকে অভিনয়ে অনাগ্রহ দেখায়। বর্তমানে তিনটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছি। এগুলো হলো-কায়সার আহমেদের ‘গোলমাল’, সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ এবং রাশেদা আক্তার লাজুকের ‘পরিবার’। ঈদের পর নতুন কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা রয়েছে।
* সিনেমায় কাজ করছেন। কেমন লাগছে?
** অভিনয় জীবনের শুরু থেকেই সিনেমার অভিনয় করার বিষয়টি মাথায় রেখে চলছি। তবে অভিনয়ের প্রস্তাব যে একেবারেই পাইনি, তা কিন্তু নয়। বাণিজ্যিক ধাঁচের সিনেমায় অভিনয়ের চিন্তা কখনই ছিল না, এখনো নেই। ভারতের পরিচালক শিবরাম শর্মার পরিচালনায় ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি নতুন সিনেমার শুটিং করে এসেছি কলকাতা থেকে। অল্প দিনের মধ্যেই এটির বাকি অংশের শুটিং হবে বাংলাদেশে। আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এতে অভিনয় করছি।
* সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা আছে?
** অভিনয়কে যেহেতু পেশা হিসাবে নিয়েছি, তাই সব মাধ্যমেই অভিনয়ের ইচ্ছা আছে। যদি পছন্দের গল্প পাই তাহলে সিনেমায় অভিনয়ে আপত্তি নেই আমার। তবে গল্প প্রধান সিনেমায় অভিনয় করতে চাই। সব কিছুর আগে নির্মাতাদের ইচ্ছা। তারা যদি সুযোগ না দেন তাহলে আমার ইচ্ছা কিংবা পরিকল্পনার কোনো মূল্য নেই।
* অভিনয় ছাড়া অন্য কোনো কাজে যুক্ত আছেন?
** বিটিভিতে ঈদের একটি অনুষ্ঠান করলাম। এটির নাম ‘ভাইরাল ভাইরাল’। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও টিভিতে উপস্থাপনা করলাম। নতুন পরিকল্পনা নিয়ে তৈরি এ অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে বলে মনে করছি।