টিকটক নিষিদ্ধ করতে প্রস্তাবিত একটি আইনকে সমর্থন দিয়েছে হোয়াইট হাউস। গত মঙ্গলবার এক ডজন সিনেটর ওই আইন উত্থাপন করেন। এতে মার্কিন সরকারকে নতুন ক্ষমতা দেয়ার কথা বলা হয়েছে, যা দিয়ে সরকার চাইলে যে কোনো বিদেশি প্রযুক্তি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে পারবে। যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধে উঠেপড়ে লেগেছে দেশটির আইনপ্রনেতারা। তাদের আশঙ্কা, এই অ্যাপের মাধ্যমে মার্কিনিদের তথ্য হাতিয়ে নিচ্ছে বেইজিং। যদিও টিকটকের প্রধান কোম্পানি বাইটডান্স এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
রয়টার্স জানিয়েছে, ১০ কোটিরও বেশি আমেরিকান টিকটক ব্যবহার করেন। নতুন এই আইনের ফলে এখন মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় টিকটক নিষিদ্ধসহ এই অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন কড়াকড়ি আরোপের ক্ষমতা হাতে পাচ্ছে। ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেমোক্রেটিক সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, শুধু টিকটকই নয়, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, ভেনিজুয়েলা এবং কিউবার মত দেশগুলোর প্রযুক্তি নিষিদ্ধেও এই আইনের প্রয়োগ করা যাবে।
তবে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে টিকটক। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অর্থ হচ্ছে, বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন মানুষের কাছে আমেরিকান সংস্কৃতি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইউরোপে টিকটক এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পশ্চিমা সরকারগুলোর আশঙ্কা, এই অ্যাপের মাধ্যমে তাদের নাগরিকদের তথ্য হাতিয়ে নিতে পারবে টিকটক। আর সেই তথ্য শেষে গিয়ে পড়বে চীনের কমিউনিস্ট পার্টির হাতে।
রিপাবলিকান জন থুনের নেতৃত্বে আইন প্রবর্তনকারী সিনেটরদের মধ্যে আছেন ডেমোক্রেট দলের ট্যামি ব্যাল্ডউইন, জো মানচিন, মাইকেল বেনেট, কার্স্টেন গিলিব্র্যান্ড এবং মার্টিন হেনরিচ। আর রিপাবলিকান দলের আছেন ডেব ফিশার, জেরি মরান, ড্যান সুলিভান, সুসান কলিন্স এবং মিট রমনি। তারা মনে করছেন, টিকটকের কারণে সৃষ্ট জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট হওয়া উচিৎ।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দ্বিপক্ষীয় এই বিলের প্রশংসা করে বলেছেন, এটি ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রযুক্তি ব্যবহারের কারণে সৃষ্টি উদ্বেগ মোকাবেলায় মার্কিন সরকারের ক্ষমতা বৃদ্ধি করবে। আমরা এই বিলটি নিয়ে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের সঙ্গেই কাজ চালিয়ে যাব। যত দ্রুত সম্ভব এটিকে প্রেসিডেন্টের ডেস্কে পাঠানোর জন্য কাজ করতে কংগ্রেসকে অনুরোধ করছি। উল্লেখ্য, আগামী ২৩শে মার্চ কংগ্রেসে উপস্থিত হবেন টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ।