Monday, March 20, 2023
spot_img
Homeবিচিত্রসিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ করতে গণভোট

সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ করতে গণভোট

সুইজারল্যান্ডের ভোটাররা আজ রবিবার সিগারেটসহ বিভিন্ন তামাকজাত পণ্যের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে গণভোটে অংশ নেবেন। ভোটের অন্যতম প্রস্তাব হচ্ছে, কমবয়সীদের চোখে পড়তে পারে এমন স্থানে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করা। বাস্তবে এটি হবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।

সুইজারল্যান্ডের ইউরোপীয় প্রতিবেশীদের মধ্যে এতে কিছুটা বিস্ময়েরই সঞ্চার হতে পারে।

কারণ তাদের মধ্যে বেশির ভাগ দেশই অনেক আগেই তামাকের বিজ্ঞাপনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল। স্বাস্থ্যকর ও পরিবেশগতভাবে অনুকূল হিসেবে পরিচিত থাকা সত্ত্বেও সুইজারল্যান্ডের তামাকবিষয়ক বিধি-নিষেধ ইউরোপের মধ্যে সবচেয়ে শিথিল।

যুক্তরাজ্য, ফ্রান্স বা জার্মানিতে পাব এবং রেস্তোঁরাগুলোতে ধূমপান নিষিদ্ধ হওয়ার অনেক পরেও সুইসরা এখনো সেখানে ধূমপান করতে পারছে।

সুইজারল্যান্ডে সুপারশপে নিয়মিতই তরুণী বিপণনকর্মীরা ক্রেতাদের কাছে গিয়ে নতুন সিগারেট ব্র্যান্ডের ফ্রি নমুনা দেয়। এ ধরনের কাজ নিষিদ্ধ করা হয়েছে। তবে তামাকের বিজ্ঞাপন রয়ে গেছে।  
সূত্র : বিবিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments