পিটার ম্যাকলার পুরস্কার-২০২০ পেলেন এক কাশ্মীরি নারী সাংবাদিক। সাহসী ও নৈতিক সাংবাদিকতার জন্য এ পুরস্কার পান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ফটো জার্নালিস্ট মাসরাত জাহরা। কাশ্মীরের সার্বিক পরিস্থিতি তুলে ধরাসহ কাশ্মীরের নারীদের বাস্তব চিত্র নিয়ে কাজ করায় এ পুরস্কার দেওয়া হয় জাহরাকে।
গ্লোবাল মিডিয়া ফোরাম ট্রেনিং গ্রুপের প্রধান নির্বাহী ও পিটার ম্যাকলার পুরস্কারের প্রতিষ্ঠাতা ক্যাথেরিন এন্টোইন বলেন, ‘মাসরাত জাহরার সাংবাদিকতায় নতুন প্রজম্মের সাংবাদিকদের আমার প্রয়াত স্বামী পিটার ম্যাকলারের দেখানো পথ প্রবলভাবে ফুটে ওঠে।’ এন্টোইন আরো বলেন, ‘যেকোনো ঘটনার প্রতিবেদন তৈরিতে মাসরাত কোনো ধরনের ত্রুটি রাখেন না। বিশ্বের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সৃজনশীলতা ও সাহসিকতায় ভরপুর থাকে তাঁর রিপোর্টগুলো। ফলে তাঁকে নির্বাচন করা আমাদের জন্য বেশ সহজ ছিল।’ কাশ্মীরের শ্রীনগরে নিজবাড়ি থেকে পুরস্কারের জন্য নেওয়া অনলাইন ইন্টারভিউতে মাসরাত জাহরা বলেন, ‘কাজ করা ও সত্য প্রকাশ করা আমাদের দায়িত্ব। আর এ কাজের জন্য তো অনেক ঝুঁকি গ্রহণ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘কাশ্মীরের নারীরা যে কথা প্রকাশ করতে অপছন্দ করে আমি তা নির্ভয়ে প্রকাশের দায়িত্ব নিই।’ সত্য প্রকাশে সদা নির্ভীক থাকায় মাসরাত জাহরাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এর আগেও জাহরা নারী ফটো জার্নালিস্টদের সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল উইমেন্স মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘আঞ্জা নিদারিংহস পুরস্কার’ পান। আগামী ২৪ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে অনুষ্ঠিত অনলাইন অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করবেন মাসরাত জাহরা। সূত্র : আনাদোলু এজেন্সি