Saturday, July 27, 2024
spot_img
Homeধর্মসালিহ (আ.)-এর উটনির পদচিহ্ন

সালিহ (আ.)-এর উটনির পদচিহ্ন

কোরআনে বর্ণিত ঐতিহাসিক স্থান

আল্লাহ তাআলা সামুদ গোত্রের কাছে তার নবী সালিহ (আ.)-কে প্রেরণ করেন। কিন্তু তারা তাঁকে অস্বীকার করে এবং মুজিজা (অলৌকিকত্ব) প্রদর্শনের দাবি জানায়। তখন মুজিজা হিসেবে আল্লাহ একটি উটনি পাঠান। তারা এর পরও ঈমান আনতে অস্বীকার করে এবং অলৌকিক উটনিকে হত্যা করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। তুমি আমাদের মতো একজন মানুষ। কাজেই তুমি যদি সত্যবাদী হও, তবে একটি নিদর্শন উপস্থিত করো। সালিহ বলল, এটি একটি উটনি। এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা। তার কোনো ক্ষতি কোরো না; করলে মহাদিবসের শাস্তি তোমাদের ওপর আপতিত হবে। কিন্তু তারা তাকে হত্যা করল, পরিণামে তারা অনুতপ্ত হলো।’ (সুরা : আশ-শুআরা, আয়াত : ১৫৩-১৫৭)

ওমানের দাফুর অঞ্চলের সালাহ উপশহরে একটি পাথরের ওপর উটের পায়ের ছাপ পাওয়া গেছে। পায়ের ছাপের কাছেই আছে শুকনা রক্তের চিহ্ন। স্থানীয়রা দাবি করে, এটি সালিহ (আ.)-এর উটনির পায়ের ছাপ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments