Sunday, October 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিসারারাত বাইক-স্কুটার চার্জে দিলে হতে পারে বিপদ

সারারাত বাইক-স্কুটার চার্জে দিলে হতে পারে বিপদ

দিন দিন বেড়েই চলেছে বৈদ্যুতিক বাইক-স্কুটারের জনপ্রিয়তা। জ্বালানি খরচ বৃদ্ধি এবং প্রযুক্তির সঙ্গে তাল মেলাতেই কিনছেন বৈদ্যুতিক বাইক-স্কুটার। নামিদামি কোম্পানিও একের পর এক বৈদ্যুতিক বাইক-স্কুটার বাজারে আনছে। বিভিন্ন দামে সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে এসব বৈদ্যুতিক দুই চাকার যান।

তবে অনেকেই বৈদ্যুতিক বাইক-স্কুটার সঠিকভাবে চার্জ দেওয়ার পদ্ধতি জানেন না। স্মার্টফোনের মতো বৈদ্যুতিক বাইক-স্কুটারও সারারাত চার্জে দিয়ে ঘুমিয়ে যান। এতে ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে। ঘটতে পারে দুর্ঘটনা। চলুন জেনে নেওয়া যাক সারারাত বাইক-স্কুটার চার্জে দিলে যেসব সমস্যা হতে পারে-

ব্যাটারি নষ্ট হতে পারে
যদি ইভি ব্যাটারি অতিরিক্ত চার্জ করেন, তাহলে এর সার্কিটগুলোর ক্ষতি হতে পারে। ফলে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। ব্যাটারি অতিরিক্ত চার্জ করা হতে তা অতিরিক্ত তাপ উৎপন্ন করে। সেই তাপেই ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। ফলে এতে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়।

ব্যাটারির আয়ু কমে যায়
অতিরিক্ত চার্জ ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। ব্যাটারির অতিরিক্ত চার্জ বাইকের কর্মক্ষমতাকেও কমিয়ে দেয়। এ কারণে গাড়ির গতি ও শক্তি ক্ষতিগ্রস্ত হয়। বাইকটি আগের মতো ভাল পারফর্ম করতে পারে না। এমনকি আরও ঘন ঘন ব্যাটারি চার্জ করতে হতে পারে। শুধু তাই নয়, ব্যাটারির চার্জিংও ধীরে হয়। এমনকি খারাপও হয়ে যেতে পারে। ফলে বুঝতেই পারছেন, তারপরে আপনাকে কত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।

বিস্ফোরণ হতে পারে
অতিরিক্ত চার্জ করার ফলে ব্যাটারি বিস্ফোরিত হতে বা আগুন ধরতে পারে। লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত চার্জে গরম হয়ে যায়। ফলে আগুন ধরে যাওয়ার সম্ভবনা থাকে। তাই চেষ্টা করবেন সারা রাত চার্জ না দেওয়ার। আপনার বাইক বা স্কুটার চার্জ হতে কত সময় নেই তা আগে জেনে নিন। এরপর সেই সময় পর্যন্তই বাইক বা স্কুটার চার্জে দিন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments