রঙ লু, প্রধান আর্থিক কর্মকর্তা, বাইদু
উত্তরোত্তর ব্যাবসায়িক সাফল্য বাড়ছে চীনা ইন্টারনেট জায়ান্ট বাইদুর। এই উন্নতির পেছনে অবদান রেখেছে বিজ্ঞাপন আয়, কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বৃদ্ধি এবং ক্লাউড পণ্য। ফলে সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রার তুলনায় বেশি আয় করেছে। দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পণ্যের প্রচারণা ব্যয় বাড়িয়ে দেওয়ায় বাইদু এগিয়ে গিয়েছে। অন্যদিকে ই-কমার্স জায়ান্ট আলিবাবা এবং বাইটড্যান্স তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়েছে। বাইদুর উন্নতির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বড় অবদান রেখেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা রঙ লু। তা ছাড়া ক্লাউড আয় বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ।