সাত বছর পর অবশেষে পর্দায় ফিরছেন দেশের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। এ জুটির নতুন ছবি ‘দিন- দ্য ডে’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছেন অনন্ত। তিনি বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আনকাট সনদও পেলাম। তাই বলা যায়, ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। কোরবানির ঈদেই এটি দেখতে পারবেন তারা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘দিন- দ্য ডে’। ইতিমধ্যেই এসেছে এর টিজার ও ট্রেলারসহ কয়েকটি গান। সিনেমাটির বাজেট প্রায় শতকোটি টাকা বলে দাবি অনন্তর। বিশ্বের কয়েকটি দেশে এর শুটিং করা হয়েছে। অন্যদিকে, সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তিও দেয়া হবে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। অনন্ত জানান, ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এ ছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন।