Wednesday, October 4, 2023
spot_img
Homeধর্মসাত দশকে ১৬০ দেশে সৌদি আরবের ৯৫ বিলিয়ন ডলার সহায়তা

সাত দশকে ১৬০ দেশে সৌদি আরবের ৯৫ বিলিয়ন ডলার সহায়তা

বিশ্বব্যাপী সাহায্যপ্রচেষ্টা, দাতাদের তহবিল বৃদ্ধি ও মানবিক সহায়তায় সমন্বয় বাড়াতে শুরু হয়েছে তৃতীয় রিয়াদ আন্তর্জাতিক মানবিক ফোরাম। সোমবার (২০ ফেব্রুয়ারি) সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এ ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর ও জাতিসংঘের মানবিক বিষয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস। জাতিসংঘ ও এর মানবিক সংস্থাগুলোর অংশীদারত্বে এ সভার আয়োজন করে দ্য কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার।

প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ‘গত সাত দশকে সৌদি আরবের দেওয়া সহায়তার পরিমাণ  ৯৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিশ্বের ১৬০টি সুবিধাভোগী দেশকে এসব সহায়তা দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে সৌদি আরবের সব বাদশাহ যেকোনো মানবিক ইস্যুতে ক্ষতিগ্রস্তদের সেবা দিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার জন্য সব ধরনের সহযোগিতায় সামর্থ্যের সবটুকু কাজে লাগাচ্ছে। ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যেও সৌদি আরব মানবিক ও উন্নয়নমূলক সহায়তা অব্যাহত রেখেছে। ফলে তা বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর উন্নয়ন ও মানবিক ক্ষেত্রে সহায়তাকারী প্রধান দাতা দেশে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সৌদি আরবের সর্বশেষ মানবিক প্রচেষ্টা হলো, বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদের বিশেষ নির্দেশনায় তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিমান সেতু পরিচালনা করা এবং তাদের জন্য মানবিক সহায়তা দেওয়া। তা ছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার প্রচার অভিযানকে সবার কাছে জনপ্রিয় করে তোলা।’

করোনা মহামারিকালে সহায়তার কথা জানিয়ে সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও জলবায়ু বিষয়ক দূত আদেল বিন আহমেদ আল-জুবেইর বলেছেন, ‘২০২১ সালে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর প্রধান সহায়তাকারী দেশ ছিল সৌদি আরব। যে সবচেয়ে বেশি সহায়তা করেছিল। সেই সময় আমরা সাত বিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা করেছি।’

কেএস রিলিফের সুপারভাইজার জেনারেল ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ বলেন, ‘চলমান বিপর্যয়, সংকট ও সংঘাত বিশ্বব্যাপী মানবিক পরিস্থিতিকে আরো বাড়িয়ে দিয়েছে। তাই বিশ্বব্যাপী সাহায্যপ্রচেষ্টা ও দাতাদের তহবিল বৃদ্ধি নিয়ে আমরা বড় পরিসরে কাজ করছি। এই ফোরামে জাতিসংঘসহ আন্তর্জাতিক, আঞ্চলিক এবং স্থানীয় সংস্থাগুলো সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এবার তাতে ৫০টি দেশের ৬০টি সংস্থা ও মানবিক নেতারা অংশ নিয়েছেন।’

সূত্র : আরব নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments