Thursday, March 28, 2024
spot_img
Homeজাতীয়সাতদলীয় নতুন রাজনৈতিক জোট আসছে

সাতদলীয় নতুন রাজনৈতিক জোট আসছে

সাতদলীয় নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চের’ আত্মপ্রকাশ হচ্ছে আগামী সোমবার। এ উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবেন জোটের নেতারা। শনিবার জোটের অন্যতম শরিক নাগরিক ঐক্যের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্য, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাষানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়।

সভায় নেতারা বলেন, ‘এই সরকার দেশকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন তলানিতে। সরকার রিজার্ভের ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। বাস্তবতা হলো দেশের ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভও এখন অবশিষ্ট নেই। সরকারের কাছে দেশ চালানোর মতো টাকাও নেই। তাদের সীমাহীন দুর্নীতি, লুটপাট আর অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এজন্য এখন অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। জনবিচ্ছিন্ন সরকার দেশের জনগণের তোয়াক্কা করে না। এটা একটা লুটেরা সরকার।’

সাত দলের নেতারা মনে করেন, ‘দেশকে বাঁচাতে হলে অবৈধ জবরদখলকারী ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আর এজন্য প্রয়োজন সর্ব ব্যাপক ঐক্যবদ্ধ গণআন্দোলন।’

জানা গেছে, সভায় আগামীতে সব বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে জোটগত এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারের হাত থেকে দেশকে রক্ষার বিষয়ে নেতারা ঐক্যমত প্রকাশ করেন।’

সভার নেতারা বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’  

সভায় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জিন্নুর চৌধুরী দিপু, ডা. জাহেদ উর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, ভাষানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু, আখতার হোসেন, মজিবুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, হাবিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, মনির উদ্দিন পাপ্পু, গণঅধিকার পরিষদের মুহম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments