Monday, May 29, 2023
spot_img
Homeবিচিত্রসাগরে ভাসমান ডিঙি নৌকায় সন্তান জন্ম দিলেন অভিবাসীপ্রত্যাসী মা

সাগরে ভাসমান ডিঙি নৌকায় সন্তান জন্ম দিলেন অভিবাসীপ্রত্যাসী মা

ডিঙি নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টাকালে সন্তান জন্ম দিয়েছেন অভিবাসনপ্রত্যাশী এক মা৷ স্পেনের সমুদ্ররক্ষীরা নবজাতকসহ নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছেন৷ ভাল খবর হচ্ছে, নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন৷ বুধবার রাতে স্পেনের ক্যানারি দ্বীপ উপকূলীয় সমুদ্র থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভাসমান এ ডিঙিটিকে উদ্ধার করা হয়৷ ডিঙিটিতে মোট ৬০জন অভিবাসী ছিলেন। তারা সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে৷ এ খবর দিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে।

খবরে জানানো হয়, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছার চেষ্টা করে থাকেন৷ ছোট ছোট রাবারের ডিঙিতে চড়ে এসকল যাত্রা অত্যন্ত ঝুঁকিপুর্ণ৷ প্রায়ই নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটে৷ স্পেন, ইতালি, গ্রিস এবং লিবিয়ার উদ্ধারকারীরা বিভিন্ন সময়ে বিপজ্জনক অবস্থায় নৌকায় ভাসমান অভিবাসীদের উদ্ধার করে। বুধবার উদ্ধার করা নৌকায় ৬০ জন অভিবাসীর এ দলটি যাত্রা করছিল৷ পথিমধ্যে ডিঙিতে থাকা এক নারী সন্তান জন্ম দেন৷  পরে উদ্ধারকৃত অভিবাসীদের গ্রান তারজালা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে৷ অভিবাসীদের নিয়ে কাজ করা স্পেনের বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রনটেয়ার্সের কর্মকর্তা হেলেনা মালেনো অভিবাসী মাকে ‘সাহসী’ উল্লেখ করেন জানান তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments