Thursday, September 28, 2023
spot_img
Homeখেলাধুলাসাকিব লিটন মোস্তাফিজের আইপিএল অনিশ্চিত

সাকিব লিটন মোস্তাফিজের আইপিএল অনিশ্চিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একাধিকবার খেলেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

আইপিএলের এবারের আসরে সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইড রাইডার্সে ডাক পেয়েছে দেশের অন্যতম সেরা ওপেনার লিটন কুমার দাস। কিন্তু প্রথমবার সুযোগ পেয়েও আইপিএলে খেলা নিয়ে অনিশ্চিয়তায় পড়েছেন লিটন।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জাতীয় দলের খেলা থাকলে আইপিএলে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। 

সূচি অনুসারে ১ থেকে ১৪ মার্চ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের পর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। 

এরপর ১৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি-টোয়েন্টির পর এক ম্যাচের টেস্ট খেলবে টাইগররা।

অথচ ১ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএল। ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় আইপিএল খেলতে ভারত যাওয়ার অনুমতি পাবেন না সাকিব-লিটন-মোস্তাফিজরা। 

তবে সাকিব-লিটনের দল কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস যদি আগ্রহী থাকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি অনুমতি দেয় তাহলে জাতীয় দলের খেলা শেষে আইপিএলের মাঝ পথে গিয়ে অংশ নিতে পারেন তারা। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments