Tuesday, March 28, 2023
spot_img
Homeখেলাধুলাসাকিব করোনা পজিটিভ; খেলবেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে

সাকিব করোনা পজিটিভ; খেলবেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। আজ মঙ্গলবার সকালেই তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। শ্রীলঙ্কা সিরিজের প্রটোকল অনুযায়ী তার দুটি করোনা পরীক্ষা করানো হয়। এন্টিজেন এবং পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি ‘পজিটিভ’ হয়েছেন।

এখন ঢাকার বাসায় আইসোলেশনে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন। প্রথম টেস্টে খেলবেন না তিনি। ‘

আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। প্রটোকল অনুযায়ী, সাকিবকে পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে। তারপর আবার তার করোনা পরীক্ষা হবে। তার মানে নিশ্চিতভাবেই প্রথম টেস্ট খেলা হচ্ছে না সাকিবের।  এরপর ২৩ মের মিরপুর টেস্টে সাকিব খেলবেন কি না, সেটি নির্ভর করবে করোনা পরীক্ষার ফলাফলের ওপর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments