যুক্তরাষ্ট্র থেকে করোনা পরীক্ষায় পাশ করেই বাংলাদেশে পা রাখেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত মঙ্গলবার গভীর রাতে তিনি দেশে ফেরার পর নিয়ম মেনে ফের একবার গতকাল বৃহস্পতিবার তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে হয়। তাতেও উতরে গেছেন সাকিব।
বিকেএসপিতে অনুশীলন করবেন বলে নিয়ম অনুযায়ী সাকিবের করোনা পরীক্ষা করা হয়। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। এতে অনুশীলনে নামতে তার আর কোনো বাধা রইলো না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, সাকিবের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়। যেহেতু তিনি যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা এসেছেন, তাই তাকে করোনা টেস্ট দিয়েই বিমানে উঠতে হয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে একান্তে নিবিড় অনুশীলন করবেন সাকিব। শুধুমাত্র এ কারণেই এত কড়াকড়ির মধ্য দিয়ে তাকে যেতে হলো।
আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন সাকিব। তাকে আবার শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলানোর কথা ভাবা হচ্ছে। বিকেএসপিতে তার একান্ত অনুশীলনটা সেকারণেই।