দেশের ক্রিকেট নিয়ে যাদের পরিষ্কার ধারণা আছে তাদের অনেকেই জানেন, সবচেয়ে বেশি অনুশীলন করেন মুশফিকুর রহিম। আর কম অনুশীলনে মাঠে সফল সাকিব আল হাসান।
ঈদের ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরা সাকিব করোনা টেস্টে পজিটিভ হন। যে কারণে চট্টগ্রাম টেস্টের টস শুরুর আগেও বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে শঙ্কা ছিল। করোনার ধকল কাটিয়ে ফেরা সাকিব শনিবার অনুশীলন করার সুযোগ পেয়েছেন।
করোনায় অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় রোববার শ্রীলংকার বিপক্ষে শুরু হওয়া চট্টগ্রাম টেস্টের ৩৫ ওভার পর বোলিংয়ে আনা হয় সাকিবকে। এদিন ১৯ ওভার বোলিং করে ৭ মেইডেনসহ ২৭ রানে ১ উইকেট শিকার করেন সাকিব।
সাকিব প্রসঙ্গে বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেন, সাকিবের ওপর আমার শতভাগ বিশ্বাস ছিল যে অনুশীলন ছাড়াই সে ভালো করবে।
তিনি আরও বলেন, তার মতো সামর্থ্যের ক্রিকেটার আমরা খুব বেশি পাই না। যদি খেয়াল করে দেখেন, অনুশীলন ছাড়া সে প্রথম বলটিই করেছে একদম ঠিকঠাক। দারুণ ব্যাপার এটা। তার আত্মবিশ্বাস এতটাই ভালো। গোটা দলকেও সে আত্মবিশ্বাস জোগায়। আজকে সে দারুণ বোলিং করেছে, দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার সে।