Friday, July 26, 2024
spot_img
Homeসাহিত্যসাউন্ডবাংলার আবৃত্তি ও লেখালেখি বিষয়ক কর্মশালা

সাউন্ডবাংলার আবৃত্তি ও লেখালেখি বিষয়ক কর্মশালা

আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইউনিটি, দৈনিক পূর্বাভাস, ঢাকার নিউজ এবং এমসিইউ ইনস্টিটিউটের আয়োজনে সাউন্ডবাংলার ব্যবস্থাপনায় এ কর্মশালায় আবৃত্তিশিল্পী, লেখক ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

২৬ এপ্রিল তোপখানা রোডের বিজয় মিলনায়তনে প্রশিক্ষক ছিলেন লেখক ও কলামিস্ট মোমিন মেহেদী, বাংলাদেশ প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাসের সাব এডিটর সোনিয়া দেওয়ান প্রীতি।

কর্মশালা শেষে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক জাফরুল আলম সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হন ওয়াজেদ রানা, মনির জামান, জাহাঙ্গীর রনি, এসএম রেজাউল করিম, মো. আবু বকর সিদ্দীক, মো. মিঠুন মিয়া, মহিদুল মল্লিক, রিপন আহমেদ, মো. ইমরান খান ও নিলয় ওয়াহিদ।

আয়োজকরা জানান, তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। ২ মাসব্যাপী কর্মশালা আগামী জুন মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments