তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সফরকারী পাকিস্তান শেষ করেছে হতাশায়। ম্যানচেস্টারে প্রথম দুইদিন এগিয়ে থেকেও চারদিনে টেস্ট হেরেছে ইংল্যান্ডের কাছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সাউদাম্পটনের অ্যাজেস বোলে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট জিতে সিরিজ সমতায় নিয়ে আসতে চাইবে সফরকারীরা। আগের ম্যাচে হারলেও দ্বিতীয় টেস্টের দলে আনেনি কোনো পরিবর্তন।পাকিস্তান টেস্ট দল: আজহার আলী (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাকসুদ, সোহেল খান এবং ইয়াসির শাহ।