Sunday, September 24, 2023
spot_img
Homeজাতীয়সাঈদীর মতো খালেদা জিয়াকেও মারার চেষ্টা করছে সরকার, ফখরুলের অভিযোগ

সাঈদীর মতো খালেদা জিয়াকেও মারার চেষ্টা করছে সরকার, ফখরুলের অভিযোগ

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে যেভাবে জেলে রেখে মারা হয়েছে, খালেদা জিয়াকেও সেভাবে মারার চেষ্টা করছে সরকার; এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক দফা দাবিতে বগুড়া থেকে রাজশাহী অভিমুখে ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রোডমার্চে রোববার (১৭ সেপ্টেম্বর) এ অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সবচেয়ে বড় ক্ষতি করেছে আওয়ামী লীগ। বিরোধী দল যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য মিথ্যা মামলা দেয়া হচ্ছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারও যারা ভোট চুরির পায়াতারা করছে, তাদের তালিকা তৈরি করতে হবে। এবার ভোট চুরি করলে তাদের আমেরিকার ভিসা বাতিল হবে না শুধু, বাংলাদেশের ভিসাও বাতিল করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments