কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যার তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)। একই সঙ্গে এ ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। আইএফজের জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলেঙ্গার নিহত মহিউদ্দিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, এই অপরাধের অবশ্যই শাস্তি হতে হবে। এতে বলা হয়, মাদক ব্যবস্যা নিয়ে রিপোর্ট করার কারণে ১৩ই এপ্রিল ভারত সীমান্তের কাছে কুমিল্লায় মাদক ব্যবসায়ীরা তাকে গুলি করে হত্যা করে। স্থানীয় সাংবাদিকদের মতে, মহিউদ্দিন স্থানীয় দৈনিক কুমিল্লার ডাক-এর একজন রিপোর্টার।
ওইদিন স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় দু’ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই তারা পালিয়ে যায়। পুলিশের তথ্যমতে, মহিউদ্দিনকে চারবার গুলি করা হয়েছে।ময়না তদন্তের জন্য তার দেহ কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশ এ ঘটনায় তদন্ত করলেও স্থানীয় সাংবাদিকরা এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সন্দেহ করছে, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বেআইনি মাদক পাচার নিয়ে রিপোর্ট করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে এই অপরাধের সম্পর্ক আছে কিনা তদন্তে সেদিকেই নজর রাখছে আইএফজে এবং বিএমএসএফ। হত্যার একদিন পরে এ ঘটনায় জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।