Friday, March 24, 2023
spot_img
Homeধর্মসর্ববৃহৎ ইসলামী অর্থনীতির দেশ মালয়েশিয়া

সর্ববৃহৎ ইসলামী অর্থনীতির দেশ মালয়েশিয়া

আবারও সর্ববৃহৎ ইসলামী অর্থনীতির দেশ হিসেবে মুকুট পরল মালয়েশিয়া। ‘স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০২২’-এ এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া বর্তমানে মাল্টি-ট্রিলিয়ন ডলারের ইসলামী অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে। দেশটি নবমবারের মতো শীর্ষ ইসলামী অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেল। মালয়েশিয়ার পরেই আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

বিশ্ব অর্থনীতির ছয়টি বিবেচ্য বিষয়ের মধ্যে মালয়েশিয়া চারটিতেই শীর্ষ স্থান অর্জন করেছে। তা হলো মুসলিমবান্ধব পর্যটন, ইসলামী অর্থায়ন, হালাল খাবার, মিডিয়া ও বিনোদন। অপর দুটি বিষয়ের মধ্যে মালয়েশিয়া ওষুধে দ্বিতীয় এবং প্রসাধনী ও আধুনিক ফ্যাশনে নবম স্থানে আছে। এ ছাড়া মালয়েশিয়া সরকারি ব্যবস্থাপনার পাঁচটি বিবেচ্য বিষয়ের মধ্যে দুটিতে শীর্ষ অবস্থানে আছে। তা হলো পর্যটন আইন ও প্রতিবিধান এবং সচেতনতা ও মিডিয়া কাভারেজ।

মুসলিমবান্ধব পর্যটনে মালয়েশিয়া আগে থেকেই তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের সঙ্গে শীর্ষ পাঁচে অবস্থান করছিল। মালয়েশিয়ার শিল্প, সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি বলেন, আল-হামদুলিল্লাহ, ক্রমবর্ধন মুসলিম পর্যটন বাজারে এগিয়ে যেতে মালয়েশিয়া সঠিক পথেই আছে। করোনা মহামারির সময় শিল্প, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় ইসলামিক ট্যুরিজম সেন্টারের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে।

উল্লেখ্য, ইসলামী অর্থনীতি বিষয়ক গণমাধ্যম সালাম গেটওয়ের সঙ্গে যৌথভাবে ডিনার স্ট্যান্ডার্ড যৌথভাবে প্রতিবছর ‘স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০২২’ প্রকাশ করে থাকে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করে দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগ।

সূত্র : দ্য মালয়েশিয়ান রিজার্ভ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments