Wednesday, October 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকসরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মলদোভা

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মলদোভা

মলদোভার চিসিনাউতে প্রেসিডেন্ট মাইয়া সান্ডু এবং তার সরকারকে পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। তবে ক্ষমতাসীন পার্টি অফ অ্যাকশন অ্যান্ড সলিডারিটি এ বিক্ষোভকে ‘দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার একটি প্রচেষ্টা’ হিসাবে অভিহিত করেছে।

দলটির মুখপাত্র আদ্রিয়ানা ভ্লাস বলেছেন, বিরোধী দল শোর নেতা ইলান শোর এ প্রতিবাদ সমর্থন করেছিলেন। ‘এগুলি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পদক্ষেপ। শোর ন্যায়বিচার এড়ানোর জন্য মানুষের দুর্বলতা ব্যবহার করার চেষ্টা করার জন্য কারসাজির পথ নিয়েছে,’ ভ্লাসকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজমেকার জানিয়েছে। তিনি বলেন, রাজনীতিবিদ ইলান শোর, যিনি এখন বিদেশে থাকেন, দেশের ব্যাংক থেকে এক বিলিয়ন চুরির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

মুভমেন্ট ফর দ্য পিপল চিসিনাউ এর কেন্দ্রে সরকার বিরোধী সমাবেশ করেছে, যা সরকার ও পুলিশের বিরোধিতা সত্ত্বেও চিসিনাউ এবং শহরের কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া সত্ত্বেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাইয়া সান্দু এবং ক্ষমতাসীন দল কর্তৃক গঠিত মন্ত্রিসভাকে পদত্যাগের দাবি জানায় এবং আগাম নির্বাচনের আহ্বান জানায়।

তারা ক্রমবর্ধমান দাম, মুদ্রাস্ফীতি যা গত ২০ বছরের মধ্যে দ্রুততম এবং ২০২২ সালে ৩০ শতাংশে পৌঁছেছে ও দেশটিকে সরকার ইউক্রেনের সংঘাতের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে তারা। সূত্র: তাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments