Tuesday, March 28, 2023
spot_img
Homeখেলাধুলাসমালোচনার মাঝে অধিনায়কত্ব ছাড়লেন জো রুট

সমালোচনার মাঝে অধিনায়কত্ব ছাড়লেন জো রুট

একের পর এক ম্যাচ ও সিরিজ হারের কারণে তুমুল সমালোচনায় ডুবে যাচ্ছিলেন জো রুট।

ইংল্যান্ড টেস্ট দলের টানা ব্যর্থতার দায়ভার স্বাভাবিকভাবেই এসেছে অধিনায়কের কাঁধে। 

এমন পরিস্থিতিতে অধিনায়কত্ব ছেড়েই দিলেন রুট।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট, তাৎক্ষণিকভাবে বিষয়টি কার্যকর হচ্ছে। 

এ বিবৃতির পর টেস্ট অধিনায়ক হিসেবে তার পাঁচ বছরের পথচলায় ইতি টানলেন রুট। 

২০১৭ সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ৬৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রুট। 

ইংলিশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ২৭ জয়ের রেকর্ডও তার। এই তালিকায় পেছনে ফেলেছেন মাইকেল ভন (২৬ ম্যাচ) এবং কুক ও অ্যান্ড্রু স্ট্রাউসকে (দুজনেই ২৪ ম্যাচ করে)।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments