Wednesday, March 22, 2023
spot_img
Homeজাতীয়‘সমমনা গণতান্ত্রিক জোটে’র আত্মপ্রকাশ

‘সমমনা গণতান্ত্রিক জোটে’র আত্মপ্রকাশ

সরকার পতন ও নিরপেক্ষ সরকারের দাবিতে সম্প্রতি শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিতে আরো ১৫টি সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘সমমনা গণতান্ত্রিক জোট’। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে আসে এই জোট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই জোটের ঘোষণা দেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন। 

নবগঠিত এই জোটের প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমান। জোটে থাকা ১৫টি সংগঠন হলো-ইয়ুথ ফোরাম (সভাপতি সাইদুর রহমান), জিয়া নাগরিক সংসদ (সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার), ডেমোক্রেটিক মুভমেন্ট (সভাপতি আজিজুল হাই সোহাগ), শহীদ জিয়া আইনজীবী পরিষদ (সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার), বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (সভাপতি পীরজাদা ওমর ফারুক), বাংলাদেশ জাস্টিস পার্টি (সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম), সংবিধান সংরক্ষণ পরিষদ (সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান), গণতন্ত্র রক্ষা মঞ্চ (সভাপতি মনোয়ার হোসেন বেগ), জাতীয়তাবাদী চালক দল (সভাপতি মো. শাহজাহান), জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ’৭১ (সভাপতি আনসার রহমান শিকদার), ঘুরে দাঁড়াও বাংলাদেশ (সভাপতি কাদের সিদ্দিকী), মুভমেন্ট ফর ডেমোক্রেসি (সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ), বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (সভাপতি বাহাদুর আহমেদ পিন্টু), দেশরক্ষা মানুষ বাঁচাও আন্দোলন (সভাপতি আজিজা সুলতানা), বাংলাদেশ যুব ঐক্য পরিষদ (সভাপতি মো. ওমর ফারুক)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments