Saturday, July 27, 2024
spot_img
Homeবিনোদনসভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ারে কাঞ্চন-নিপুণ

সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ারে কাঞ্চন-নিপুণ

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির দায়িত্ব নিল নতুন কমিটি। আগামী দুই বছরের জন্য ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে সমিতির কার্যক্রম চলবে।

রোববার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে নতুন কমিটির একাংশ শপথ গ্রহণ করেন। পরে ইলিয়াস-নিপুণ শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে নিজ নিজ পদের চেয়ারে বসেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিল্পী সমিতির সদস্যরা।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ গ্রহণ করেছেন। রোববার সন্ধ্যা পৌনে ৬টায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি মিশা সওদাগর।

শিল্পী সমিতির ইতিহাসে প্রথমবারের মতো নারী সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিতে যাচ্ছেন নিপুন। এদের সঙ্গে শপথ নিচ্ছেন পরিষদের অন্যরাও।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত এ নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নিপুণ জায়েদ খানের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। নিপুণের আপিলে ফল বদলে যায়।

তবে জায়েদ খান আপিল বোর্ডের ফল মেনে নেননি। তিনি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments