Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকসব লক্ষ্য পূরণের আগে থামতে চায় না রাশিয়া

সব লক্ষ্য পূরণের আগে থামতে চায় না রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ ঘোষণা দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান অব্যাহত রাখবে রাশিয়া।

শুক্রবার দিমিত্রি পেসকভ বলেছেন, চলমান অভিযানের প্রধান লক্ষ্যগুলোর একটি হলো- দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের জনগণের সুরক্ষা নিশ্চিত করা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি বছরেরে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর নতুন করে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে হামলা শুরু করেছে রুশ বাহিনী।

এতে দনবাসের একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  

রুশ সেনারা বেসামরিক এলাকায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে। এতে প্রাণ হারাচ্ছেন অনেক ইউক্রেনীয়।

ইউক্রেনে রুশ আক্রমণের ১০০তম দিনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখানে আছে, আমাদের দেশের জনগণ এখানে আছেন। আমরা ইতোমধ্যে ১০০ দিন ধরে ইউক্রেনকে রক্ষা করে আসছি। জয় আমাদের হবেই। গৌরব ইউক্রেনের।
সূত্র: রয়টার্স।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments