Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিসব ডিভাইসে ইউএসবি-সি পোর্ট চার্জার রাখতে একমত ইইউ

সব ডিভাইসে ইউএসবি-সি পোর্ট চার্জার রাখতে একমত ইইউ

স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে নির্দিষ্টভাবে শুধু ইউএসবি-সি পোর্ট চার্জার ব্যবহারের আইন পাসের বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারকরা। ফলে বছরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের সংসদ ও কাউন্সিলে অনুমোদন পেলে আইনটি পাস হবে। এতে ইউরোপের ২৭টি দেশের বাসিন্দারা সব ডিভাইসেই ইউএসবি-সি পোর্ট চার্জার ব্যবহার করতে পারবেন। শুধু নতুন উৎপাদিত ডিভাইসের ক্ষেত্রে আইনটি জারি হবে।

২০২৪ সালের মধ্যে তারের সাহায্যে চার্জ হয় এমন সব ইলেকট্রনিক ডিভাইস যেমন স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, হেডফোন, ভিডিও গেম কনসোল এবং ই-রিডারে ইউএসবি সি-পোর্ট রাখতে হবে। শুধু তা-ই নয়, ল্যাপটপেও রাখতে হবে ইউএসবি-সি পোর্ট। তবে ল্যাপটপের ক্ষেত্রে নির্মাতা সময় একটু বেশি পাবেন। আর নতুন এই আইন যদি পাস হয়ে যায় টেক জায়েন্ট অ্যাপলকেও নতুন ডিভাইসগুলোতে ইউএসবি-সি পোর্ট যুক্ত করতে হবে। এত দিন ধরে তারা লাইটেনিং পোর্ট ব্যবহার করে আসছিল। ইউএসবি-সি পোর্ট যুক্ত না করলে ভবিষ্যতে ইউরোপের বাজারে তারা ফোন বিক্রি করতে পারবে না। ই-বর্জ্যের পরিমাণ কমাতে একটি নির্দিষ্ট পোর্টের চার্জার সব ডিভাইসে ব্যবহারের পরামর্শ এক দশক আগেই দিয়েছিল ইউরোপীয় কমিশন। উল্লেখ্য, প্রতিবছর ১১ থেকে ১৩ হাজার টন ই-বর্জ্য তৈরি হয়।  

 সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments