Monday, March 27, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিসবচেয়ে দ্রুতগতির প্রসেসর আনছে ইন্টেল

সবচেয়ে দ্রুতগতির প্রসেসর আনছে ইন্টেল

পেশাদার গেমারদের জন্য নতুন একটি প্রসেসর আনার ঘোষণা দিয়েছে ইন্টেল। ‘স্পেশাল এডিশন’ সিপিইউটির মডেল ‘কোর আই৯-১২৯০০কেএস’। ইন্টেলের দাবি, এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রসেসর। এতে আছে ১৬ কোর, যার মধ্যে আটটি পারফরম্যান্স কোর ও আটটি ইফিশিয়েন্ট কোর।

৫.২ গিগাহার্জ থেকে ক্লক স্পিড বাড়ানো হয়েছে ৫.৫ গিগাহার্জ পর্যন্ত। কোর আই৯-১২৯০০কেএসের দাম হবে ৬৩ হাজার ৫৫৪ টাকা। বাজারে আসবে ৫ এপ্রিল। ইন্টেলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি চলতি মাসেই ‘রাইজেন৭ ৫৮০০এক্সথ্রিডি’ প্রসেসর নিয়ে আসে। তাদেরও দাবি, সেটাই নাকি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গেমিং সিপিইউ। ৪.৫ গিগাহার্জ ক্লক স্পিড সম্পন্ন প্রসেসরটির দাম ৩৮ হাজার ৬১৪ টাকা। বাজারে আসবে ২০ এপ্রিল।

ইন্টেল, নাকি এএমডি—কাদের প্রসেসর সেরা সেটা জানতে বেঞ্চমার্ক পরীক্ষার ওপর নির্ভর করতে হবে। দুটি প্রসেসরের তুলনামূলক পরীক্ষা হলে তার পরই বলা সম্ভব কারটা সেরা।

  সূত্র : এনগ্যাজেট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments