আসছে ১৮ আগস্ট আবেদনময়ী চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন। সদ্য করোনা মুক্ত এই নায়িকা জন্মদিনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ছবির ঘোষণা দেবেন বলে শোনা যাচ্ছিল। এর আগে ববির প্রযোজনা সংস্থা ববস্টার ফিল্মসের ব্যানারে বিজলী নামে একটি ছবি নির্মিত হয়েছিল। যা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। নতুন ছবির ব্যাপারে জানতে চাইলে ববি বলেন, অনেক আগে থেকেই নতুন ছবি প্রযোজনা করার পরিকল্পনা করছিলাম। তবে করোনার কারণে তা পিছিয়ে যায়। এখনো শুটিং করার মতো সময় আসেনি বলে আমার কাছে মনে হয়। কবে শুটিং করবো সবকিছু করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে আপাতত কোনো ছবির ঘোষণা দেয়ার কথা ভাবছি না। আরেকটু সময় নিতে চাই। তিনি আরও বলেন, ছবির শুটিং মানেই ২০০ জনের একটি ইউনিট। তো এতো মানুষ একসঙ্গে কাজের ক্ষেত্রে ঝুঁকি থেকেই যায়। সুতরাং জীবনের ঝুঁকি নিয়ে শুটিংয়ের সিদ্ধান্ত নেয়াটা রিস্কি। উল্লেখ্য, ২০১০ সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে একজন হিসেবে মেলে ধরতে সক্ষম হন এই নায়িকা। দেশের পাশাপাশি টালিউডের ছবিতেও কাজ করেছেন তিনি।