Friday, April 19, 2024
spot_img
Homeবিচিত্রসন্তান দত্তক নিতে ৩০ হাজার আবেদন

সন্তান দত্তক নিতে ৩০ হাজার আবেদন

ধর্ষণের শিকার হয়ে অন্তঃস্বত্তা হয়েছেন ১১ বছর বয়সী এক বালিকা। তার মা বিষয়টি টের পেয়ে মামলা করেন। পরিবারের পক্ষ থেকে গর্ভপাত করাতে চাইলেও আদালত সেটাতে রাজি হননি। বিচারক জোয়ানা রিবেইরো জিমার ওই বালিকাকে আশ্রয়কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।

এই ঘটনা নিয়ে বেশ হৈচৈ পড়ে গেছে ব্রাজিলের শান্তা কাতারিনা রাজ্যে।

আদালতের পাশাপাশি ডাক্তাররাও ওই বালিকাকে গর্ভপাত করাতে রাজি হননি। কারণ, ইতোমধ্যে তার ২২ সপ্তাহ পার হয়ে গেছে। গর্ভপাত করাতে হলে অবশ্যই ২০ সপ্তাহের মধ্যে আসতে হয়। এরপরে হলে নানা জটিলতায় জীবনের ঝুঁকি থাকে।

আর ব্রাজিলের আইনে গর্ভপাত নিষিদ্ধ। তবে ধর্ষণের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তাছাড়া গর্ভপাতে যদি জীবনের ঝুঁকি থাকে তাহলে অনেক সময় সেটা করা হয় না।

এদিকে গণমাধ্যমে এই ঘটনার সংবাদ প্রকাশিত হওয়ার পর ৩০ হাজার দম্পতি ধর্ষণের শিকার বালিকার সন্তানকে দত্তক নিতে আবেদন করেছেন। এমনটাই জানিয়েছেন বিচারক। এমনকি তিনি ওই কিশোরীকে অনুরোধ করেছেন তার অনাগত সন্তানের জন্য একটি সুন্দর নাম ঠিক করতে।

অবশ্য এই মামলার তদন্ত চলছে। শিগগিরই রায় হবে। এখনো ধর্ষকের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আদালত দত্তক দেওয়ার ক্ষেত্রে তারও অনুমতি চাইবেন।

তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments