Sunday, June 23, 2024
spot_img
Homeখেলাধুলাসতীর্থের গায়ে থুথু ফেললেন রোনালদো, সমালোচনার ঝড়

সতীর্থের গায়ে থুথু ফেললেন রোনালদো, সমালোচনার ঝড়

মাঠের পারফরম্যান্স মোটেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। গোলের দেখা পাচ্ছেন না শেষ ছয় ম্যাচে। তার দল ম্যানচেস্টার ইউনাইটেডও জেতেনি শেষ তিন ম্যাচে। এ অবস্থায় সতীর্থের গায়ে থুথু দিয়ে সমালোচনার সৃষ্টি করলেন রোনালদো।

গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদ্যাম্পটনের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। গোলের সহজ সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ম্যাচ শেষে জন্ম দিয়েছেন সমালোচনার। হতাশা নিয়ে মাঠ ছাড়তে গিয়ে থুথু ফেলেন তিনি। সেটাই গিয়ে পড়ে তার সামনে থাকা সতীর্থ অ্যান্থনি এলেঙ্গার গায়ে।

রোনালদোর এই থুথু ফেলার ভিডিও ও স্থিরচিত্র মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অ্যান্থনি এলেঙ্গার গায়ে রোনালদো ইচ্ছাকৃত ভাবে থুথু ফেলেছে কি না সেটা নিশ্চিত নয়। ভিডিওতে দেখা যায়, রোনালদোর সামনে দিয়েই হেঁটে যাচ্ছিলেন এলেঙ্গা। ঠিক তখনই তার গায়ের ওপর থুথু ফেলেন রোনালদো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments