Friday, September 22, 2023
spot_img
Homeবিচিত্রসঙ্গীকে খুনের পর লাশ টুকরো টুকরো করলেন প্রেমিক

সঙ্গীকে খুনের পর লাশ টুকরো টুকরো করলেন প্রেমিক

লিভ-ইন পার্টনারকে হত্যার পর লাশ টুকরো টুকরো করার দায়ে ভারতের মুম্বাইয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৫৬ বছর বয়সি ওই ব্যক্তির নাম মনোজ সাহানি। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৭ জুন) মনোজ সাহানিকে গ্রেফতার করা হয়েছে। গত তিন বছর ধরে তিনি সরস্বতী বৈদ্য নামের এক নারীর সঙ্গে মুম্বাইয়ের মিরা রোডে আকাশ গঙ্গা ভবনে একসঙ্গে থাকতেন।

বুধবার নয়ানগর থানায় ওই দম্পতির ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ করে বিল্ডিংয়ের বাসিন্দাদের কাছ থেকে একটি ফোন আসে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
 
মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) জয়ন্ত বাজবেল বলেন, ওই ভবন থেকে পুলিশ এক নারীর দেহ উদ্ধার করেছে-যার দেহ টুকরো টুকরো করা হয়েছে। সেখানে এক যুগল লিভ-ইন করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে আরও তদন্ত চলছে।
 
তবে ঠিক কী কারণে মনোজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments