শ্রীলঙ্কা সফরে সফল হতে করোনাভাইরাসের মধ্যেও দল কঠোর অনুশীলন করছে বলে জানিয়েছেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। তিনি জানান, লঙ্কান সফরকে সামনে রেখে আগামী মাসে ঢাকায় ফিরবেন জাতীয় দলের কোচিং স্টাফরা। এরপর দলের অনুশীলনে আরও গতি আসবে। এই সফর দিয়েই আবারও টেস্ট ফরম্যাটে ফেরার স্বপ্ন তার। যদিও এজন্য অনেকের সঙ্গেই লড়াই করতে হবে তাকে।
আজ আল-আমিন বলেন, ‘বিসিবির আয়োজনে গত দুই সপ্তাহ ধরে আমরা ব্যক্তিগত অনুশীলন করছি। তবে এই সপ্তাহ থেকে ব্যাটসম্যানদের বোলিং করার সুযোগ পেয়েছি আমরা। যা বোলার হিসেবে আমাদের আনন্দ দিচ্ছে। করোনার জন্য স্বাস্থ্য বিধি নিষেধের কারনে এতোদিন ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘এতোদিন ভার্চুয়ালি মিটিং মাধ্যমে কোচদের দেয়া পরামর্শে আমরা সবকিছু করেছি। আর এখন মাঠের কঠোর অনুশীলন করছি। আশা করছি, সামনের সপ্তাহ থেকে পুরোদমে আমরা অনুশীলন শুরু করতে পারবো। সবকিছু মিলিয়ে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য আমাদের ভালো অনুশীলন হচ্ছে।’
২০১৩ সালে টেস্ট অভিষেকের পর ৭ বছরে ৭ টেস্ট খেলেছেন আল-আমিন। টেস্ট দলে নিয়মিত না হলেও গত বছর কলকাতায় বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্টে খেলেছেন। পরে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনারদের আধিপত্যে তিনি আবারও বাদ পড়েন। তবে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজ দিয়ে আবারো টেস্ট দলে ফেরার স্বপ্ন আল-আমিনের, ‘আগামী সপ্তাহে আমাদের কোচিং স্টাফরা দেশে ফিরবেন। আশা করছি তখন থেকে আমরা আরও ভালো অনুশীলন করতে পারব।’