শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে ডিপিএলে লেজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। আসন্ন দুই টেস্টে সাকিবের লক্ষ্য সিরিজ জয়।
শুক্রবার নিজের রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ লিমিটেডের অধীনে কিউরিয়াসের আউটলেটে প্রোডাক্ট উন্মোচন অনুষ্ঠানে লঙ্কা সিরিজ নিয়ে কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো করার। সিরিজটা জেতার লক্ষ্য তো থাকবেই আমাদের।’
সাকিব বলেন, ‘শ্রীলঙ্কাও ভালো খেলছে। তারপরও মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা বেশি। দুই দেশের কন্ডিশন প্রায় একই হলেও আমি আশাবাদী সিরিজটা জিততে পারবো।’
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ শেষেই ফেরত এসেছিলেন দেশে।কিছুদিন পর বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। টেস্টের প্রস্তুতির জন্য দেশে ফিরে এখন খেলছেন ডিপিএল। দল বদলে মোহামেডান স্পোর্টিং থেকে আসেন রূপগঞ্জে। প্রথম ম্যাচে ব্যাট হাতে ২১ রান করেন সাকিব। বল হাতে নেন ২ উইকেট।
শ্রীলঙ্কা সিরিজে সাকিবের সঙ্গে তামিম ইকবাল ও মুশফিকুর রহীমকেও দলে পাবেন মুমিনুল হক। তাই বলা যায়, পূর্ণ শক্তির দল নিয়েই লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার ‘হেড টু হেড’ পরিসংখ্যান ঘাটলে অবশ্য টাইগার ভক্তদের হতাশ হওয়া ছাড়া উপায় নেই। একবারই শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে গলে নিজেদের শততম টেস্টে। ২২ দেখায় লঙ্কানদের কাছে ১৭ বার পরাস্ত হয়েছে টাইগাররা। ৪টি ম্যাচ হয়েছে ড্র। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ৮ টেস্টে ৬ হার ও ২ ড্র বাংলাদেশের।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুই ম্যাচের সিরিজটি খেলতে আগামী ৮ই মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেদিন থেকেই লঙ্কা সিরিজের ক্যাম্প শুরু করবে টাইগাররা। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ই মে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৩শে মে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।