দীর্ঘ ১৩ বছর যাবৎ কলকাতার শোবিজে প্রকাশ্যে প্রেম করেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তাদের প্রেমের বিষয়ে কারোরই অজানা নয়। তবে সম্প্রতি অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে জানালেন, চুটিয়ে প্রেম করলেও ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে হবে কি না সেটা জানেন না। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা এবং গুঞ্জনে ভাসছে শোবিজ অঙ্গন। রীতিমতো প্রসেনজিৎ, আবির চট্টোপাধ্যায়ের মতো তারকারা ফোন করে অঙ্কুশের কাছে জানতে চাইছেন, কেন তাদের বিয়ে হচ্ছে না? এসব রেখে তারা যেন দ্রুত বিয়ের তারিখ ঘোষণা করে। এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঐন্দ্রিলাকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, তোদের একসঙ্গে কত বছর হলো বল তো? তোদের রিলেশনশিপ সম্ভবত ১২ বছরের বেশি হয়ে গেছে। অনেকদিন তো হলো। বিয়েটা কবে করছিস? শ্রাবন্তীর মুখে ওই প্রশ্ন শুনে দৌড়ে অঙ্কুশের কাছে গিয়েছিলেন ঐন্দ্রিলা। ভিডিও দেখে অঙ্কুশ বলেন, ‘ধুর! সবসময় ভালো লাগে না।
সবাই একই প্রশ্ন করছে। কী করে বলি? লজ্জায় কাউকে কিছু বলতে পারছি না। এক পর্যায়ে অঙ্কুশ বলেন, শ্রাবন্তীর যদি আমার ব্যাচেলর থাকায় এত প্রবলেম থাকে তাহলে ও আমাকে বিয়ে করে নিক। আমার কোনো আপত্তি নেই। অঙ্কুশের এমন কথায় রেগে যান ঐন্দ্রিলা। পরে সেই ভিডিও প্রকাশ করেন সামাজিক মাধ্যমে।