চলতি মাসের শুরুতেই গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে অকালপ্রয়াণ হয়েছিল অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের। থাইল্যান্ডের দ্বীপ কোহ সামুইয়ে ছুটি কাটাতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজ ৩০ মার্চ অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁকে চিরবিদায় জানাতে এককালের জাতীয় দলের সতীর্থ কিংবা প্রতিপক্ষ থেকে শুরু করে অনেক রথী-মহারথীর সম্মিলন ঘটেছিল মেলবোর্নে।
অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ ছিল শোকের ছায়া। এই মাঠে ওয়ার্নের নামে একটি স্ট্যান্ড উদ্বোধন করা হয়। ওয়ার্নের সন্তানরাই ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’-এর উদ্বোধন করেন। এমজিসিতে আয়োজিত স্মরণসভায় উপস্থিত ছিলেন ব্রায়ান লারা, নাসের হুসেন, অ্যালান বোর্ডার, শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরা। শচীন টেন্ডুলকার বলেন, ‘সে সব সময় আউট করার উপায় খুঁজে বেড়াত। ‘ ‘বল অব দ্য সেঞ্চুরি’তে বোকা বনে যাওয়া ইয়ান বেল বলেন, ‘ওয়ার্নের চেয়ে অসাধারণ ও শক্তিশালী উপস্থিতি আর কারো ছিল না। ‘
মাত্র ৫২ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওয়ার্ন। যিনি ১৯৬৯ সালে ১৩ সেপ্টেম্বর মেলবোর্নে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯২ সালে টেস্টে অভিষেকের পর শিকার করেছেন ৭০৮ উইকেট। ক্যারিয়ারের প্রথম ও একমাত্র হ্যাটট্রিক করেছেন মেলবোর্নে। এই মাঠেই ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে আউট করে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তাই এমজিসি ধরে রাখল ওয়ার্নের স্মৃতি। তবে ওয়ার্ন বেঁচে থাকবেন তার কীর্তিতে আর বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়ে।