Saturday, July 27, 2024
spot_img
Homeসাহিত্যশৈশবে মাধবছড়া

শৈশবে মাধবছড়া

-শৈশব  
সুগন্ধির রাজধানীতে শৈশবে রঙ্গতারা
পাথারিয়া পাহাড়ে ঝর্ণার জলধারা,
মাধবছড়া নদীতে সহপাঠী সাঁতার
আসিবে না কভু মোর নব আঁধার।
-শৈশব
সিদ্দিক-রহিম, মকবুল আর ধলার মেলা
বৈকালে জমিয়ে হতো ফুটবল খেলা,
বটিটিল্লায় রোদ বৃষ্টি ঝড়ে শত হট্টগোল
হাঁকালুকির লম্বাবিলের জ্বলে তৃষ্ণা বহুল।
-শৈশব
গ্রাম্য মক্তবে দক্ষিণভাগী হুজুরের ছবক
পবিত্র সত্তায় জেগে আছে মদিনার তাবুক,
আবার আসে যদি ফিরে সেদিনের ধনুক
শতবার মরিয়া জাগিবো লইতে পূর্ণ ঝিনুক।
-শৈশব
কবির ছাদিক মিলে ডাব গাছে নিশাচর
কাটাখালির পুলে সমেত হর্ষ জাগরণ,
আরব হবিব আর তজিব নানার সরলতা
পাখি-রফিক আর মইন নানার প্রবলতা।
-শৈশব
স্কুল মাঠে মুসার ক্রীড়া আয়োজন
মন ভরে দেখা হতো মিলে প্রিয়জন,
আজিমগঞ্জ মাদ্রাসায় সমাগত অলিগন
দ্বীনের আলোয় জাগে প্রভুর আলিঙ্গন।
-শৈশব
পরবাসী স্বজনের দু:খ সুখের রকমারি
চিঠি লিখে মিলতো শরবতের বাহারি,
মামি-খালা দিতো আমায় স্নেহে খ্যাতি
বড় হলে হবে সাহিত্যের এক কাণ্ডারী।
-শৈশব
প্রেমের পরশে কবিতার নীরব চাউনি
সময়ের আগে হারিয়ে ফেলি মিতালি,
অক্ষম কারাগারে মৃত্যুদণ্ডের আসামি
আজও চোখে ভাসে হৃদয়ের কুলখানি।
-শৈশব
বিপ্লবী সেন নদীর কুলে বসে খুঁজি রোজ
কোথায় হারালো সেদিনের বিমুগ্ধ অবুঝ,
চির সবুজ অক্ষয় স্মৃতির মিনারায় জোট
বয়সের জাঁতাকলে মোর সবকিছু লুট।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments