পাকিস্তানের কাছে টানা দুই ম্যাচে হেরে এরই মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। বাবর আজমদের বিপক্ষে তৃতীয় ম্যাচটি তাই নিয়মরক্ষার। তবে ওই ম্যাচে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুস্তাফিজের চোট পাওয়ার খবর দিয়েছে। বিসিবির মেডিকেল দল জানায়, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় হঠাৎ করেই পেশিতে ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। সেকারণে মাঠ ছেড়ে চলেও যেতে হয় তাকে। আগামীকাল তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলটি করে মাঠ ছাড়েন ফিজ। তবে বেরিয়ে যাওয়ার সময় তাকে কোনো অস্বস্তি অনুভব করতে দেখা যায়নি। তার অসমাপ্ত ওভারটি পরে শেষ করেন শরিফুল ইসলাম।