একদম শেষ মুহূর্তে এসে শাটডাউন এড়িয়েছে যুক্তরাষ্ট্র। ৩০শে সেপ্টেম্বর মধ্যরাত থেকে শাটডাউনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে একটি দ্বিদলীয় স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হয়েছে দেশটির প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেট পার্টি। এরপর প্রতিনিধি পরিষদ ও সিনেটে বিলটি পাস হয়েছে। বিলটি পাস না হলে শাটডাউনের মুখে পড়তো মার্কিন সরকার। অর্থাৎ দেশ চালাতে আর কোনো অর্থ পেত না বাইডেন প্রশাসন। তবে এখন আগামী ৪৫ দিনের জন্য অর্থাৎ নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত সরকার পরিচালনা করা যাবে।
এদিকে রিপাবলিকানদের চাপে ইউক্রেনের জন্য নতুন সহায়তা অন্তর্ভুক্ত করা হয়নি। রিপাবলিকানদের একটি বড় অংশের প্রধান দাবি, বাজেটে ইউক্রেন যুদ্ধের জন্য কোনো সহায়তা রাখা যাবে না। এছাড়া দক্ষিণ সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য বাজেট বাড়ানোর দাবিও রয়েছে রিপাবলিকানদের। প্রথমে প্রতিনিধি পরিষদে বিলটি ৩৩৫-৯১ ভোটে পাস হয়। পরে মার্কিন সিনেটে ৬৬-৯ ভোটে বিলটি পাস হয়।
এদিকে ডেমোক্রেটরা বলছেন, আপাতত স্বল্পমেয়াদি চুক্তিতে ইউক্রেনের জন্য কোনো সহায়তা রাখা না হলেও ভবিষ্যতে মার্কিন সহায়তা অব্যাহত রাখা হবে।
প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে এ নিয়ে কংগ্রেসের কাছে আবেদন রেখেছেন। আলাদা একটি বিল উত্থাপন করা হবে এ ইস্যুতে।