Wednesday, October 4, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিশেরিল স্যান্ডবার্গের বিরুদ্ধে তদন্ত করছে মেটা

শেরিল স্যান্ডবার্গের বিরুদ্ধে তদন্ত করছে মেটা

মেটার প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ নিজের প্রয়োজনে কম্পানির সম্পদ ব্যবহার করেছেন কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মেটা।

অভিযোগ রয়েছে নিজের বিয়ের আয়োজনের পরিকল্পনা করতে ফেসবুকের রসদ ব্যবহার করেছেন তিনি। নিজের ফাউন্ডেশন ‘লিন ইন’-এর জন্যও ফেসবুকের সম্পদ ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

সাবেক প্রেমিক অ্যাক্টিভিশন ব্লিজার্ড কম্পানির প্রধান নির্বাহী ববি কটিকের বিষয়ে নেতিবাচক রিপোর্ট না ছাপানোর জন্য যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া ফেসবুক কর্মীদের সাহায্য নিয়ে ‘অপশন বি : ফেসিং অ্যাডভারসিটি, বিল্ডিং রেজিলিয়েন্স অ্যান্ড ফাইন্ডিং জয়’ নামের একটি বইও লিখেছেন তিনি। তবে বইটি নিজের নামেই ২০১৭ সালে প্রকাশ করেন শেরিল। তদন্তে যদি উঠে আসে নিজের স্বার্থে অনৈতিকভাবে কম্পানির কর্মীদের খাটিয়েছেন, তবে মেটাকে অর্থ প্রদান করতে হবে। কারণ মেটার কাজ বাদ দিয়েই কর্মীদের তাঁর ব্যক্তিগত কাজে সময় দিতে হয়েছে।

মেটার আইনজীবীরাই গত বছরের শেষ দিকে তদন্ত শুরু করেন। তবে পদত্যাগের ঘটনার সঙ্গে তদন্ত শুরুর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন স্যান্ডবার্গের কাছের ব্যক্তিরা।

উল্লেখ্য, ৩ জুন মেটার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ পদত্যগের ঘোষণা দেন।

সূত্র : বিজনেস ইনসাইডার

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments