Friday, September 29, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিশুরু হচ্ছে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন সিইএস

শুরু হচ্ছে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন সিইএস

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের প্রদর্শনী কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ২০২৩ সালে যেসব গ্যাজেটে মেতে থাকবে বিশ্ব, সেগুলোরই ঝলক দেখা যাবে লাস ভেগাসে অনুষ্ঠেয় সিইএসে। প্রতিবছরের মতো এবারও অত্যাধুনিক টিভি, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট হোম গ্যাজেটস, মনিটর, গাড়ি ও রোবটের দেখা মিলবে। এর সঙ্গে থাকবে এআইসংযুক্ত স্মার্ট হোম গ্যাজেটের ছড়াছড়ি।

স্যামসাং, লেনোভো, ডেল, এলজি, সনিসহ তিন হাজার ১০০ প্রযুক্তিপ্রতিষ্ঠান এতে অংশ নেবে। নিজেদের গ্যাজেট সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে আজ বুধবার থেকেই সংবাদ সম্মেলন করবে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো। বার্ষিক প্রদর্শনীর এই আয়োজন শেষ হবে রবিবার। মহামারির পর এবারই স্বরূপে ফিরতে যাচ্ছে সিইএস। ২০২১ সালে সিইএস আয়োজিত হয় অনলাইনে। পরের বছর করোনাভাইরাসের ওমিক্রন সংস্করণের কারণে খুব কমসংখ্যক দর্শনার্থী এতে অংশ নেয়। আয়োজক প্রতিষ্ঠান কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন আশা করছে, এবারের স্টলগুলো আগের মতো সরগরম থাকবে। আয়োজনে ১৭৩টি দেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান অংশ নেবে। উল্লেখ্য, ১৯৬৭ সালে শুরু হয় সিইএস।

সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments