Friday, June 9, 2023
spot_img
Homeবিচিত্রশুনানি চলাকালে আদালতে ‘হাজির’ শয়ে শয়ে তেলপোকা!

শুনানি চলাকালে আদালতে ‘হাজির’ শয়ে শয়ে তেলপোকা!

শুনানি চলাকালে আদালতে কয়েকশ তেলাপোকা ছেড়ে দেওয়া হয় বলে আদালতের কর্মকর্তারা জানিয়েছেন। নিউইয়র্কের একটি আদালতে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে। 

বিচারকাজ ব্যাহত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হবে এই কাজ করা হতে পারে ধারণা করা হচ্ছে। 

নিউইয়র্কের আলবেনি সিটি কোর্টে চারজনের বিচার কার্যক্রম চলাকালে আদালতে বিশৃঙ্খলা শুরু হয়। 

একজন আসামি আদালতের কার্যক্রম ভিডিও করতে শুরু করেলে তাকে থামতে বলা হয়। এসব নিয়ে ডামাডোলের মধ্যেই প্লাস্টিকের পাত্রে আদালতে আনা শত শত তেলাপোকা ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এরপর তেলাপোকা দমনের জন্য আদালত ওইদিন বন্ধ রাখা হয়। অন্যদিকে ওই তেলাপোকা ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আদালতের কর্মকর্তারা দর্শকদের মধ্যে থেকে একজন ৩৪ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং শারীরিক প্রমাণের লোপাটের অভিযোগ আনা হয়। পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়।
 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments