Sunday, June 23, 2024
spot_img
Homeবিনোদনশুটিং শুরুর আগেই ১৫০ কোটি রুপিতে ছবি বিক্রির প্রস্তাব!

শুটিং শুরুর আগেই ১৫০ কোটি রুপিতে ছবি বিক্রির প্রস্তাব!

বড় পর্দার মতো ছোট পর্দায়ও ব্যাপক জনপ্রিয় সালমান খান। তাঁর ছবি টিভিতে দেখানো হলে সেই চ্যানেলের টিআরপি বেড়ে যায়। তাই অভিনেতার ছবির টিভি স্বত্বও বিক্রি হয় চড়া দামে।

‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতে সালমানের নায়িকা পূজা হেগড়ে

যেমন ২০১৯ সালে সর্বশেষ ছবি ‘ভারত’-এর টিভি ও ডিজিটাল স্বত্ব বিক্রি হয় ১৩০ কোটি রুপিতে।

যা ছিল ভারতের ইতিহাসের সর্বোচ্চ। অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ১৪০ কোটিতে বিক্রির পর সে রেকর্ড ভেঙে যায়।

তবে আবার রেকর্ড পুনরুদ্ধারের সুযোগ সালমানের সামনে।  

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সালমন খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’ মুক্তি পেতে পারে ২০২৩-এর ঈদে। সাজিদের সঙ্গে জুটি বেঁধে এটি ‘ভাইজান’-এর সপ্তম ছবি। এই ছবির শুটিং শুরু হতে পারে আগামী ১৫ মার্চ।

কিন্তু  শুটিং শুরুর আগেই রেকর্ড ১৫০ কোটি রুপিতে স্বত্ব বিক্রির প্রস্তাব পেয়েছেন সালমান ও সাজিদ! 

সাজিদ ও সালমান আগে একসঙ্গে ছয়টি ছবি করেছেন

‘চুক্তি পাকা হলে বলিউডের ইতিহাসে অতীতের সব সম্প্রচার স্বত্বের রেকর্ড ভেঙে দিতে পারে ‘ভাইজান’-এর এই ছবি।  

ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা পূজা হেগড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments