Sunday, June 4, 2023
spot_img
Homeবিনোদনশুটিং করতে গিয়ে আহত অক্ষয়

শুটিং করতে গিয়ে আহত অক্ষয়

বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার। সম্প্রতি স্কটল্যান্ডে শুটিং করার সময় আহত হয়েছেন তিনি। হাঁটুতে চোট লেগেছে তার। টাইগার শ্রফের সঙ্গে অভিনয়ের সময় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র সেটেই দুর্ঘটনা ঘটে। সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। ‘বডি ডাবল’ বা অবিকল একই দেখতে আর এক জন পেশাদার স্টান্টম্যানের সাহায্য নেন না ‘খিলাড়ি’। কিন্তু কখনও কখনও বিষয়টা অতিরিক্ত ঝুঁকির হয়ে যায়। চলমান সিনেমাটির সেটে সে ভাবেই চোট পেয়েছেন অভিনেতা। তবে সৌভাগ্য এই যে, খুব বড় কোনও ক্ষতি হয়নি। ঘনিষ্ঠ সূত্রের এক ব্যক্তি জানান, টাইগারের সঙ্গে বিশেষ একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই লেগে যায় অক্ষয়ের।

হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে এখন। ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। ক্লোজ আপ শটগুলি অবশ্য দিতে পারছেন অক্ষয়। তাই মোটের উপর স্কটল্যান্ডের শুটিংয়ের সময়সূচি বিলম্বিত হওয়ার আশঙ্কা নেই। চলতি মাসের শুরুতে অমিতাভ বচ্চনের সঙ্গেও ঘটেছিল একই ধরনের দুর্ঘটনা। হায়দরাবাদে অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন অমিতাভ, কাজ বন্ধ রেখে ফিরতে হয়েছিল মুম্বই। ‘প্রজেক্ট কে’ ছবির শুটিংয়ের সময় তিনিও ‘খিলাড়ি’র মতো ‘বডি ডাবল’-এর সাহায্য় নিতে রাজি হননি। এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন ‘বিগ বি’। আলি আব্বাস জ়াফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’য় টাইগার আর অক্ষয় ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা এবং পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments