জন্মের লাগি কারো সুখ কারো দুঃখ
স্রষ্টার নিয়মে বাকহীন অবুজ সূর
চিৎকারে সকল জ্বালা হয় দূর।
অজ্ঞাত পাপে শাস্তি আমার ললাটে
শীর্ণ দেহ বয়ে চলি আমি আহারের সংকটে
তৃষ্ণা সাথী আমার মৃত্যুর আলিঙ্গনে
ধরণীর বুকে সীমারেখার বিভাজনে
অবিচারে অনাচারে উচ্ছিষ্ট এক প্রাণ।
সৃষ্টির নিয়মে মুক্তমন হাসি ফুটে রয়
তাই দেখে অসুরের চোখ জাগ্রত হয়
ছররার আঘাতে রক্ত বন্যায়
মৃত্যু চিৎকারে তার সুখ হয়।
বিশ্বাসী অবুঝ মন প্রিয় মুখের হাসি
হায়েনার ছোবলে বিদীর্ণ রাশি রাশি
অপ্রকাশিত যন্ত্রণাময় এ কেমন জান
অসহায় চিত্তে নিথর হয় আমার প্রাণ।
কর্মভেদে যদি জীবনের ফল হয়
তবে কোন ফলে এ জীবন হায়
অবুঝ মন তাই জিজ্ঞাসিত রয়?