Sunday, October 1, 2023
spot_img
Homeবিচিত্রশিশুরা হলিউড ফিল্ম দেখলেই পাঠানো হবে কারাগারে

শিশুরা হলিউড ফিল্ম দেখলেই পাঠানো হবে কারাগারে

কিম জং উন শাসিত উত্তর কোরিয়ায় অস্বাভাবিক কিছু নিয়ম এবং আইন রয়েছে। এবার পশ্চিমা মিডিয়ার ওপর নেমে এলো কিমের খাঁড়া। উত্তর কোরিয়া হুমকি দিয়েছে, যদি সন্তানরা পশ্চিমাদের  তৈরি ফিল্ম এবং টিভি অনুষ্ঠান দেখে  তাহলে তাদের অভিভাবকদের শাস্তি দেয়া হবে। দেশটির একটি সূত্র রেডিও ফ্রি এশিয়াকে এ খবর জানিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি ছবি দেখে ধরা পড়া শিশুদের অভিভাবকদের ছয় মাসের জন্য শ্রম শিবিরে পাঠানো হবে এবং শিশুরা পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করবে। এমনই চোখ কপালে তোলা নির্দেশ দিয়েছেন কিম। এর আগেও এই ধরনের ‘অপরাধ’ করলে পড়তে হতো কিমের নিশানায় । কিন্তু এতদিন কড়া হুমকি দিয়ে ছেড়ে দেয়া হতো।  এবারে, যেসব বাবা-মায়ের সন্তানরা পশ্চিমা সংস্কৃতির সংস্পর্শে আসবে তাদের প্রতি কোনো নম্রতা দেখানো হবে না। উত্তর কোরিয়ায়  সমাজতান্ত্রিক আদর্শে তাদের সন্তানদের ‘সঠিকভাবে’ শিক্ষিত করার জন্য পিতামাতার উপর চাপও রয়েছে।

রেডিও ফ্রি এশিয়া উত্তর কোরিয়ার মধ্যে থেকে একটি বেনামী উৎসের সাথে কথা বলেছে, যারা দাবি করেছে যে বাবা-মাকে তাদের সাপ্তাহিক ওয়াচ ইউনিট মিটিং-এ কঠোর সতর্কতা দেওয়া হয়েছিল।  সভার আয়োজক পিতামাতার দায়িত্বের উপর জোর দিয়ে বলেন, শিশুদের শিক্ষা ঘরে বসেই শুরু হয়। যদি বাবা-মায়েরা তাদের সন্তানদের  শিক্ষিত না করেন তারা সমাজবিরোধী হয়ে উঠবে।

দক্ষিণ কোরিয়ার মতো কাউকে পারফর্ম করতে দেখলে সেই সন্তানদের  পিতামাতাকেও  ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে।  উত্তর কোরিয়ার তরুণরা অন্যান্য দেশের মূল্যবোধ ও রীতিনীতির দ্বারা প্রভাবিত হচ্ছে এমন  ভয় থেকে এই নতুন  বিধান আনলো কিমের দেশ । এর আগে জানা গিয়েছিল, দক্ষিণ কোরিয়ার ড্রামা শো দেখা ও তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শহরের একটি বিমানবন্দরে স্থানীয়দের সামনে ওই দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

উল্লেখযোগ্যভাবে, কে-ড্রামা নামে পরিচিত কোরিয়ান নাটক দেখা বা বিতরণ উত্তর কোরিয়াতে কঠোরভাবে নিষিদ্ধ।

সূত্র : এনডিটিভি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments