Saturday, April 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিশিশুদের গোপনীয়তায় ব্যর্থ টিকটক, হতে পারে বড় অঙ্কের জরিমানা

শিশুদের গোপনীয়তায় ব্যর্থ টিকটক, হতে পারে বড় অঙ্কের জরিমানা

যুক্তরাজ্যের ডাটা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে টিকটককে ২ কোটি ৭০ লাখ পাউন্ড জরিমানা করতে পারে ব্রিটেন। একটি তদন্তে দেখা গেছে, প্ল্যাটফর্মটি ব্যবহারের সময় শিশুদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে টিকটক। খবর রয়টার্সের।

তদন্ত থেকে আরো জানা গেছে, অভিভাবকের সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ডেটা প্রক্রিয়া করতে পারে টিকটক।

এ ছাড়া তারা একটি স্বচ্ছ উপায়ে ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রদানেও ব্যর্থ হয়েছে।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তথ্য কমিশনারের অফিস (আইসিও) টিকটক এবং টিকটক ইনফরমেশন টেকনোলজিস ইউকে লিমিটেডের উদ্দেশে সতর্কের নোটিশ জারি করেছে।

তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেছেন, ‘সুরক্ষা কার্যকর করা ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য একটি আইনগত দায়িত্ব। তবে আপাতত আমাদের দৃষ্টিতে টিকটক এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ‘

টিকটকের একজন মুখপাত্র ইমেইলে জানিয়েছেন, তারা যুক্তরাজ্যে গোপনীয়তা রক্ষায় আইসিওর ভূমিকাকে সম্মান করে। তবে তারা আইসিওর প্রাথমিক মতামতের সঙ্গে একমত নন। টিকটক যথাসময়ে আইসিওকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।

টিকটক ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত যুক্তরাজ্যের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে আইসিও।

সূত্র : রয়টার্স।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments