রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৫ নম্বর গ্যালারিতে প্রবাসী চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
২০ মার্চ এসএটিভি আয়োজিত সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী ‘কালার্স অব লাইফ’ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘শখের বশে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন ছবি আঁকা শুরু করলেও প্রদর্শনীটি দর্শকনন্দিত হবে বলে আমি আশা করি। শিল্পীর সন্তানেরা যেভাবে তাদের মাকে উৎসাহ দিয়েছে, সেটি প্রশংসার যোগ্য।’
চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন বলেন, ‘পরিবারের উৎসাহ এবং ছোটবেলা থেকে শিল্পের প্রতি অনুরাগই আমাকে চিত্রশিল্পী হতে প্রেরণা জুগিয়েছে। চট্টগ্রামে বেড়ে উঠলেও দীর্ঘসময় কাটিয়েছি প্রবাসে। তাই চিত্রকর্মে শেকড়ের প্রতি টান, মাতৃভূমির প্রতি মমতা আর দেশে ফেরার আকুতি প্রকাশ পেয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএ টিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল, উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী, পরিচালক শামসুল আলম পান্থ প্রমুখ।
প্রদর্শনীতে চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে।