Wednesday, October 4, 2023
spot_img
Homeবিনোদনশিক্ষক খুঁজছেন সানি লিওন

শিক্ষক খুঁজছেন সানি লিওন

নীল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত কয়েক বছরে বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন সানি লিওন। জীবন একটি হলেও নানা ধরনের অভিজ্ঞতা নিয়েছেন তিনি। অসম্ভব শব্দটা তার কাছে খুবই অজানা বলা যেতেই পারে। কিন্তু একটি কাজ তার কাছে খুবই জটিল মনে হয়েছে, আর এর জন্য শিক্ষক খুঁজছেন এই অভিনেত্রী। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যায়, একটি শঙ্খ হাতে বাজানোর চেষ্টা করছেন সানি। আর বাজানোর নিয়ম না জানায় বারবার ফুঁ দিয়েই যাচ্ছেন, বিপরীতে বের হচ্ছে অদ্ভুত শব্দ। আশপাশে যারা আছেন, তাদের দমফাটা হাসি শোনা যাচ্ছে। আর নিজের কাণ্ডে অভিনেত্রী নিজেও হেসে খুন। কিন্তু বলছেন, হাসছ কেন তোমরা? এতে হাসির কী আছে! আমি চেষ্টা করছি তো, দাঁড়াও।

ঠিক পারবো। কিন্তু আরও ক’বার চেষ্টার পর হার মানলেন অভিনেত্রী। বললেন, না! আমাকে দিয়ে হলো না। শিখতে হবে ব্যাপারটা। সমুদ্র পাড়ের একটি রিসোর্টে ধারণ করা এই ভিডিওতে এসব ঘটনার দৃশ্য দেখা মেলে। আর ক্যামেরার বিপরীতে অনেকে হাসিতে মজেছিলেন। সানি ভিডিও পোস্টে লিখেছেন, যেমনটা ভেবেছিলাম, হলো না। কেউ আমায় শিখিয়ে দিন প্লিজ! আমি একদিন না একদিন ঠিক পারবো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments